Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রকল্প পরিদর্শন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিসংখ্যান আইন ২০১৩ অনুসারে সরকারি সকল জরিপ ও শুমারি সম্পন্ন করে থাকে। যার মধ্যে প্রধান শুমারি হলো: জনশুমারি ও গৃহগণনা, কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি এবং অর্থনৈতিক শুমারি। শুমারি সমূহ প্রতি ১০ বছর অন্তর পরিচালিত হয়। এছাড়া, বছরের বিভিন্ন সময় সরকারের প্রয়োজন মতে গুরুত্বপূর্ণ জরিপ সমূহ সম্পন্ন করে থাকে যেমন: শিশু শ্রম জরিপ, জাতীয় প্রতিবন্ধী জরিপ, জাতীয় শ্রমশক্তি জরিপ, কনজুমার প্রাইজ ইনডেক্স (সিপিআই), এসভিআরএস ইন ডিজিটাল প্লাটফরম ইত্যাদি।